পলাশবাড়ীর শিক্ষক দম্পত্তির এক মাত্র মেয়ে কৃতি শিক্ষার্থী এশা'র এইসএসসি পরীক্ষায় সাফল্য

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:৩২
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি ঃ- গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক দম্পত্তির এক মাত্র মেয়ে কৃতি শিক্ষার্থী মোছাঃ ফাবিহা তাসনীম এশা এবারের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।
 

সে পলাশবাড়ী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফল ঘোষণার পর তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বইছে।
 

এশা’র শিক্ষাজীবনের শুরু ২০১২ সালে ইউনিক কিন্ডারগার্টেন স্কুলে। ওই বিদ্যালয় থেকেই সে ২০১৭ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখে। এরপর ২০২৩ সালে গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।
 

২০২৫ সালে পলাশবাড়ী সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সেই সাফল্য অব্যাহত রেখেছে। এশা তার সাফল্যের জন্য মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
 

এশা’র বাবা মোঃ ফেরদাউছ মিয়া দৈনিক সংগ্রাম পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি এবং গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মা মোছাঃ মাহমুদা বেগম লাইজু কাতুলী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
 

ছোটবেলা থেকেই এশা’র স্বপ্ন একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো। এই অদম্য স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক নতুন গন্তব্যের পথে।
তার বাবা-মা বলেন “এশা আমাদের একমাত্র সন্তান। ওর পরিশ্রম আর শৃঙ্খলাবোধের ফলেই আজকের এই সাফল্য। আমাদের মেয়ে তার স্বপ্ন পূরণ করে একজন ভালো মানুষ ও মানবিক ডাক্তার হতে পারে।" 

শেয়ার করুন