পলাশবাড়ীতে হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:২৮
photo


পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পল্লীশ্রী হোপ প্রকল্পের আয়োজনে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
 

(১৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে ও নেটজ বাংলাদেশ আর্থিক কারিগরী সহযোগিতায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র হলরুমে অনুষ্ঠিত করা হয়।
 

সভায় পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের সদস্য ও পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,যুব উন্নয়ন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আখতার।
 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের টেকনিক্যাল কো অডিনেটর মতিয়া বেগম মুক্তি।

শেয়ার করুন