পলাশবাড়ীতে এইচএসসি পরীক্ষায় সাংবাদিক পুত্রের জিপিএ ৫ অর্জন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:১৬
photo

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এইচএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন সাংবাদিক পুত্র মোস্তাফিজ মোরশেদ শ্রাবণ। এ বছর মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৫ লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শ্রাবণ পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক হামিদুল হক মন্ডলের বড় ছেলে।
 

জানা যায়, মোস্তাফিজ মোরশেদ শ্রাবণ শুরু থেকেই শিক্ষাজীবনে মেধার পরিচয় দিয়ে আসছেন। প্লেগ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত 'শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে' পড়াশোনা করে তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন। এরপর অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত 'হোপ ইন্টারন্যাশনাল স্কুল'-এ পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৯ অর্জন করেছিলেন। 

 

ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা হামিদুল হক মন্ডল বলেন, "আমার সন্তানের বড় একটি স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সবার কাছে দোয়া চাই, যাতে তার স্বপ্ন পূরণ হয় এবং সে মানুষের মতো মানুষ হতে পারে।"
 

বর্তমানে শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য রংপুরের একটি কোচিং সেন্টারে কোচিং করছেন। 

শেয়ার করুন