পলাশবাড়ীতে ভূমি অফিসের কর্মচারীকে মারধরের ঘটনাঃঅবশেষে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মীমাংসা হলো

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০১:৪১
photo

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ জমি খারিজ (নামজারি) সংক্রান্ত কাজ সময়মতো শেষ না হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ভূমি অফিসে একজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
 

বুধবার (১৫ অক্টোবর, ২৫) বিকালে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভূমি অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়লে যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ভুল স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানা গেছে।
 

অভিযুক্ত ইউপি সদস্য হলেন উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. হাবিবুর রহমান। মারধরের শিকার কর্মচারী হলেন পলাশবাড়ী ভূমি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক রানা নামের একজন অফিস সহকারী।

স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, ইউপি সদস্য হাবিবুর রহমান তাঁর জমি খারিজের কাজ দ্রæত সম্পন্ন করার জন্য ভূমি অফিসে আসেন। কাজটি করতে বিলম্ব হওয়ায় তিনি ভূমি অফিসের কর্মচারী রানার ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে উভয়ের মধ্যে তীব্র বাগ্বিতন্ডা শুরু হয় এবং উত্তেজিত হয়ে ইউপি সদস্য হাবিবুর কর্মচারী রানাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। কর্মচারী প্রহৃত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি যৌথ দল ভূমি অফিসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, "জমি খারিজের কাজ নিয়ে ভুল বোঝাবুঝি থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। তবে আমরা দ্রæত হস্তক্ষেপ করে উভয়পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করতে সক্ষম হয়েছি। 

শেয়ার করুন