দিনাজপুরে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাচারচেষ্টা, র‍্যাবের অভিযানে আটক ২

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:০৪
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের খানসামা উপজেলার ভেরবেড়ী এলাকায় র‍্যাব-১৩ এর অভিযানে প্রাচীন মূল্যবান কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

গতকাল সোমবার (১৩ অক্টোবর ) দুপুর ১টা ৫ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।

 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানাধীন ২নং ভেরবেড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমরত শাহ গ্রামে মোঃ আব্দুল মাজেদ (৫০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে বাড়ির পশ্চিম পাশের রান্নাঘর থেকে ৯.২৫০ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

 

এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মোঃ আব্দুল মাজেদ (৫০)
পিতা: মৃত তছির উদ্দিন, ঠিকানা: ভেরবেড়ী, ডাকঘর: তঙ্গুয়া, থানা: খানসামা, জেলা: দিনাজপুর।
 

মোঃ আলী আজম (৬৫), পিতা: মৃত বরকত আলী শেখ, ঠিকানা: ভোগডোমা, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।

 

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কষ্টি পাথরের এই দুর্লভ মূর্তিটি অবৈধভাবে সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

 

র‍্যাব-১৩ জানায়, জব্দকৃত মূল্যবান প্রত্নবস্তু ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান ও সাংস্কৃতিক ঐতিহ্য পাচার রোধে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন