অফিস ডেস্ক
পলাশবাড়ী( গাইবান্ধা)প্রতিনিধিঃ- শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) বাদ মাগরিব পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
দারসুল কোরআন পেশ করার মাধ্যমে কর্মশালাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ব্যক্তিগত ও ওয়ার্ড রিপোর্টের ওপর নির্ধারিত আলোচনা পেশ করেন আলোচকবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি শ্রমিকদের কল্যাণে সংগঠনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী জননেতা খায়রুল ইসলাম চাঁন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় পাশে আছে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, সেক্রেটারি আইনুল হক প্রধান, পৌর বায়তুল ও অফিস সম্পাদক মাহমুদুল হাসান আপেল, উপজেলা প্রচার সম্পাদক মাহামুদ হাসান ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালাটি পরিচালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মাতিন কবির।