পলাশবাড়ীতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী ডাঃ সাদিক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:৩১
photo


পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা ৩১ (পলাশবাড়ী/ সাদুল্লাপুর- ৩) আসনে জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক ১৩ অক্টোবর দিনভর পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট চেয়েছেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন।
 

গণসংযোগকালে এলাকার রাস্তাঘাট, বাজার ও পাড়া-মহল্লায় ধানের শীষ প্রতীকের শ্লেগানে মুখরিত ছিল। ডাঃ সাদিক সাধারণ মানুষের কাছে গিয়ে বর্তমান সরকারের বিভিন্ন সমস্যা তুলে ধরে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দেন।
 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ। ১ নং কিশোরগাড়ী ইউনিয়ান বিএনপির সভাপতি মোস্তাক অহম্মেদ মোস্তার নেতৃত্বে দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা সঙে ছিলেন। নেতা-কর্মীরা প্রার্থীর পক্ষে ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দেন এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে জনগণের সমর্থন চান।
 

অধ্যক্ষ ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, 'এ এলাকার মানুষ ভোট দিতে পারলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা প্রস্তত।'
 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই সরকারের প্রতি মানুষের আস্থা নেই। তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এবং ডা. সাদিককে নির্বাচিত করার জন্য প্রস্তত।’
 

গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। তাঁরা প্রার্থীর কাছে স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন এবং প্রত্যাশা করেন যে নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে উদ্যোগী হবেন।
 

ডা. সাদিক আরো বলেন, ‘নির্বাচিত হলে আমি এই এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।’ চাদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বানিজ্য বন্ধ করব।

 

 

শেয়ার করুন