পলাশবাড়ীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ অক্টবার ২০২৫ | সময়ঃ ০১:৩২
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ী পল্লী গ্রামে বাড়ীর পাশে^ ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু।১৩ অক্টোবর সেমবার দুপুরে উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ানের  দুর্গাপুর মধ্যপাড়া নয়া বাজারে মৃত ুমিনাজুল শিশু পুত্র ওমর (আড়াই মাস) পানিতে পড়ে মারা যান।
 

জানা যায়, প্রতি দিনের মত বাড়ীর উঠানে সে খেলছিল হঠাত শিশু বাচ্চাটির মা তাকে দেখতে না পেয়ে বাড়ীর আশপাশ খোঁজাখুজি করে।খোজা খুঁজির এক পয়ায়ে বাড়ীর পাশ্বে ডোবায় ছেলে ওম কে ভেসে দেখতে পেয়ে তার চিৎকারে আশপাশের মানুষ এসে শিশু বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।৭ নং ওয়ার্ড ইউপি সদস্য তোতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন