অফিস ডেস্ক
মোঃমামুন হাওলাদার শিমুল,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি:-
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়।
সোমবার ১৩ অক্টোবর সকাল ১০ টায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিন করে আবার পরিষদ চত্তরে এসে শেষ হয়। র্যালীতে সচেতনতা মূলক ১২টি স্লোগানের মধ্য দিয়ে র্যালী পরিচালিত হয়। স্লোগানের মধ্যে ছিল- ১) আজ প্রস্তুতি নিন, আগামীকাল বাচুন, ২) দুর্যোগ ভয় নয়, জ্ঞানে ও প্রস্তুতিতে জয়। ৩) দুর্যোগ রোধ নয়, ক্ষতি কমানোই বুদ্ধিমানের কাজ। ৪) শক্ত ভিত্তির ঘর মানেই দুর্যোগে নিরাপদ জীবন। ৫) প্রকৃতিকে ধ্বংস নয়, ভালোবাসুন-দুর্যোগ দুরে রাখুন। ৬) গাছ লাগান, দুর্যোগ রুখুন-সবুজে গরুন বাংলাদেশ। ৭) প্রকৃতি বাচলে মানুষ বাচবে। ৮) নিরাপদ বাংলাদেশ-আমার স্বপ্ন, আমাদের দায়িত্ব। ৯) দুর্যোগ কমানো সম্ভব যদি সবাই মিলে সচেতন হই। ১০) আসুন, দুর্যোগ নয়-সচেতনতার জয়গান গাই। ১১) জীবন বাচাও, সচেতনতা বাড়াও। ১২) সচেতন থাকো নিরাপদ থাকো।
র্যালী শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলার এ্যসিস্টান্ট প্রোগ্রাম অফিসার অভিজিৎ বিশ্বাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চন্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভাপতি ও ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রমহমান, ৮নং কলারণ ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাক্ষ এম.এ কাইউম জোমাদ্দার, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি সদস্য আবুতালেব শেখ প্রমুখ।
আরোচনা শেষে দুর্যোগ প্রশমনে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের পাশে বৃক্ষরোপন করেন। এর পরে পৃথক পৃথক ভাবে আরোও দুটি কর্মসূচীর মাধ্যমে বৃক্ষরোপন করেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।