আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:১১
photo

নাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি-:“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। 
 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখান।

 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, স¤্রাট হোসেন, এসএম মামুনুর রশিদ, আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল হান্নান, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, হিসাব রক্ষন অফিসার ওবায়দুল হক, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। 
 

অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশন, অগ্রযাত্রা প্রকল্প, আত্রাই অংশগ্রহণ করেন।

শেয়ার করুন