বকশীগঞ্জে ক্ষূদ্র নৃ গোষ্ঠিপরিবারের মাঝে ছাগল বিতরণ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
১৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৩২
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সমতল ভূমিতে বসবাসরত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগী পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার ১২ অক্টোবর উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে দু'টি করে ছাগল বিতরণ করা হয়।
ছাগল বিতরণকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিন সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণি সম্পদ আধিদপ্তর সমতল ভূমিতে বসবাসরত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে ছাগল লালনপালন করে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করেন।