ভুরুঙ্গামারীতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে বিতর্ক উৎসব শুরু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:২৪
photo

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে বিতর্ক উৎসব শুরু হয়েছে।  

 

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র পৃষ্ঠপোষকতায় বিতর্কই একজন শিক্ষার্থীর মেধাবিকাশের সর্বোত্তম উপায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি সাধারণ সম্পাদক রোটারিয়ান ডাঃ মেফতাউল ইসলাম মিলন, কাডা রংপুরের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

 

পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মডারেটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য  রাখেন ভুরুঙ্গামারী মহিলা মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক।

 

সভায় ডা: মেফতাউল ইসলাম মিলন বলেন, আজ আমরা উপজেলার শিক্ষার্থীদের যুক্তিবোধ, মেধা ও বাগ্মিতা বিকাশের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। আশা রাখছি তারা এটিকে কাজে লাগিয়ে জেলা উপজেলা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে।

 

পরে তিনি নাহিদ হাসান প্রিন্স কে আহ্বায়ক ও খোরশেদ আলম লিমন কে সদস্য সচিব করে ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাব'র আনুষ্ঠানিক সূচনা করেন।

 

আয়োজকরা জানান, ডিবেটিং  ক্লাবের আত্মপ্রকাশের মাধ্যমে এখন থেকে প্রতিমাসে স্কুল ও কলেজ পর্যায়ে আলাদা আলাদা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তাদের পড়ালেখার পাশাপাশি নিজের মেধা 

 

যাচাই ও যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ।

 

বিতর্ক প্রতিযোগিতায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 

শেয়ার করুন