জামালপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:০১
photo

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি:-জামালপুর সরিষাবাড়ীতে ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়ন বিএনপি ওয়ার্ড শাখার উদ্যোগে এ ওয়ার্ডের কর্মী সমাবেশ দোলভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
 
কর্মী সমাবেশে ড়োয়াইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ১৪০ জামালপুর-৪ ( সরিষাবাড়ী)আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বক্তব্য রাখেন।
 
আরোও বক্তব্য রাখেন, প্রবীর কুমার তারক পাল, ডোয়াইল ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক আশিক মিয়া প্রমুখ। কর্মী সমাবেশটির সঞ্চালনা করেন ড়োয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ। কর্মী সমাবেশে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন