অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:- ৭ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পূর্ণ প্যানেলের প্রার্থীর নাম ঘোষণা করেছে। উপজেলা পরিষদের তিনটি পদের জন্যই তারা প্রার্থী দিয়েছে।
১০ অক্টোবর শ্রক্রবার সকালে অনুষ্ঠিত এক নির্বাচনী কর্মী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সমাবেশটির প্রধান অতিথি জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তাদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন।ভাইস চেয়ারম্যান পদে আবু তালেব মাষ্টার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পৌরসভা মেয়র পদে মনোনীত খায়রুল ইসলাম চাঁন শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন সফল সভাপতি।
অন্যদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি হলেন শহীদ নাজমুস সাকিবের গর্বিত মা।
জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করে আসছে, বিশেষ করে যেখানে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত। যদিও দলটি জাতীয়ভাবে দীর্ঘদিন ধরে দলীয় প্রতীক নিয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের দলটি তাদের নিবন্ধন ও মার্কা ফিরে পাওয়ার পর রাজনীতিতে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে।
এই ব্যাপারে জামায়াতের কয়েকজন দলীয় কর্মীর সাথে কথা হলে তারা জানান,যে কয়েকজনকে মনোনয়ন দেয়া হয়েছে তাদের সবাই স্বচ্ছ ইমেজের অধিকারী। অনায়াসেই তারা ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।
প্রার্থীতা ঘোষণার পরপরই স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ফেসবুকে তাদের ছবি প্রচার করে অভিনন্দন জানিয়েছেন।