সাপ্তাহিক ছুটির দিনেও হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:১৫
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর দিনাজপুরের হিলি এখন পর্যটকদের নতুন আকর্ষণস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেরা এই ঐতিহাসিক স্থানে ঘুরে দেখতে।

 

বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে বাড়ে দর্শনার্থীদের ভিড়। সীমান্তের প্রাকৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক বাণিজ্যের কর্মচাঞ্চল্য, রেলস্টেশন এলাকা এবং ভারতীয় ভূখণ্ড দেখতে পারার সুযোগ—সব মিলিয়ে দিন দিন দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে হিলি সীমান্তকে ঘিরে।

 

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাপ্তাহিক ছুটির দিনে হিলি জিরোপয়েন্টে গিয়ে দেখা যায়, ছুটির দিনগুলোতে সীমান্তের ১ নম্বর গেট এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার-পরিজন নিয়ে আসছেন আবার কেউ আসছেন বন্ধুবান্ধব কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফরের অংশ হিসেবে। পর্যটন বাড়ায় বন্দর এলাকার ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। সীমান্তঘেঁষে সারি সারি গড়ে উঠছে, ফুচকা-চটপটি দোকান।

 

ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থী ফয়সাল আরেফিন বলেন, এর আগে সোনামসজিদ সীমান্ত দেখেছিলাম, এবার হিলি এলাম। এখানে দাঁড়িয়ে ভারতের ভূখণ্ড দেখে ভীষণ ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় পরিবার নিয়ে আসতে ভয় লাগেনি।”

 

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী হুময়রা শারমিন বলেন, ফেসবুক-ইউটিউবে হিলি সীমান্ত দেখে আসার ইচ্ছে হয়েছিল। আজ সেই সুযোগ পেলাম। এখানে ট্রেনলাইন, সীমান্ত, বাণিজ্যের ব্যস্ততা—সব মিলিয়ে অসাধারণ অনুভূতি।

 

এক নারী দর্শনার্থী আবিদা খাতুন বলেন, এখানে বসার জায়গা, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা আর একটি ভিউ পয়েন্ট হলে আরও সুন্দর হতো।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, আগে এখানে শুধু ব্যবসায়ী লোকজন আসতো। এখন প্রতিদিন প্রচুর লোক ঘুরতে আসে।

 

এতে আমাদের ব্যবসা অনেক বেড়েছে। সরকারের নজরদারি পেলে হিলিতে বড় পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব।

 

এদিকে প্রতিদিন বাড়তে থাকা পর্যটকদের ভিড়ে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।

স্থানীয়দের দাবি, হিলি সীমান্তকে যদি পর্যটন এলাকা হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হয়, তবে এর অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে।

 

শিক্ষার্থী, ভ্রমণপ্রেমী ও সাধারণ মানুষ বিনোদনের একটি উন্নত স্পট পাবে। পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। হিলি সীমান্তে পর্যটনের সম্ভাবনা অনেক। এখানে, রেললাইন, সীমান্ত, স্থলবন্দর সবই আছে। পর্যটন মন্ত্রণালয় যদি গুরুত্ব দেয় তবে এটি উত্তরবঙ্গের বড় ট্যুরিস্ট স্পটে পরিণত হবে।
 

শেয়ার করুন