চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাচন ০৫ ডিসেম্বর

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২১
photo

প্রেস বিজ্ঞপ্তি:-ঢাকা: ০৩ নভেম্বর, ২০২৫।ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি ঢাকা’র ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, সমিতির ৩২ তোপখানা রোডস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এ নির্বাচনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক-সহ ৩৫টি পদে সমিতির জীবন সদস্যদের প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠিত হবে।ইতিপূর্বে গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচনের তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা আজ(০৩/১১/২০২৫) সন্ধ্যা’য় প্রকাশিত হয়েছে।

 

মনোনয়নপত্র ক্রয় ও দাখিল চলবে ০৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। ১১ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার পর ঐ দিনই বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১২ ও ১৩ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৪ নভেম্বর ২০২৫ প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ০৫ ডিসেম্বর ২০২৫ ভোটের দিন ভোট দিতে আগত জীবন সদস্যদের পরিচিতি নিশ্চিত করার লক্ষ্যে এবার সমিতির পরিচয়পত্রের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে।

 

যে সকল জীবন সদস্যের কাছে সমিতির পরিচয়পত্র নেই তাদেরকে ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সমিতির অফিস থেকে নিজ নিজ পরিচয়পত্র সংগ্রহের ও ভোটের দিন সমিতির পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র দুটোই সঙ্গে নিয়ে ভোটে অংশগ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাজিম উদ্দিন চৌধুরী জীবন সদস্যদের বরাবরে প্রেরিত এক এসএমএস বার্তায় সমিতির সকল সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।
         
 এডভোকেট মোঃ ইকবাল হোসেন.নির্বাহী পরিচালক.চট্টগ্রামসমিতি-ঢাকা।

শেয়ার করুন