গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যৃ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:২৫
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর ডুমরগাছা গ্রামে মুন্নি বেগম (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত মুন্নি ওই গ্রামের তুহিন মিয়ার স্ত্রী।
 
জানাগেছে, গতরাতে ওই গৃহবধূর মরদেহ ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহের পা মাটিতে লাগা অবস্হায় দেখতে পায়।ফলে এ মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়। মৃত্যুর রহস্য উন্মোচনের স্বার্থে পুলিশ মরদেহের সুরুতহাল সম্পন্ন করে মরদেহ থানায় নেয়।
 
আজ বুধবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে নিহত মুন্নির মা মোছাঃ বেবী বেওয়া বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে বলা হয়, প্রায় দশ বছর আগে রংপুর কোতোয়ালী থানার বাইশ নম্বর ওয়ার্ডের বাবু খাঁ উত্তরপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মুন্নির বিয়ে হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর ডুমরগাছা গ্রামের তুহিন মিয়ার সাথে।
 
বিয়ের কিছুদিন পর থেকেই নানা কারনে স্বামী সহ শশুর বাড়ীর লোকজন তাকে অকারনে নির্যাতন করত। আর একারনেই সে আত্নহত্যায় বাধ্য হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
 
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মরদেহ উদ্ধার ও মামলা দায়েরের বিষয় নিশ্চত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন