আদমদীঘিতে তাঁতীদলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:৫২
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তাঁতীদলকে আরো বেগমান করার লক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির সাঁওইল বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা তাঁতী দলের সভাপতি ছারোয়ার হোসেন। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন।

 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক রুবেল সরকার, নসরৎপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, নসরৎপুর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক ইদ্দিস আলী, সালাম, রুহুল আমিন সেন্টু, বাহার আলী জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 

শেয়ার করুন