অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে সকাল থেকেই মেঘলা আকাশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন আর শীতল বাতাসে চারপাশে নেমে আসে মনোমুগ্ধকর পরিবেশ।
বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়লেও শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। কেউ মাঠে, কেউ বাড়ির উঠোনে, কেউবা রাস্তায় ছুটে বেড়াচ্ছে বৃষ্টির পানিতে খেলতে।
স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, সকাল থেকেই আকাশে মেঘ জমে ছিল, মনে হচ্ছিল বুঝি এবার বৃষ্টি নামবেই। দুপুরে যখন বৃষ্টি নামল, মনে হলো প্রকৃতি যেন শান্তি পাচ্ছে।
বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে স্থানীয় স্কুলছাত্র নাইম ও রাহাতকে। তারা জানায়, আজ স্কুলে যাওয়া হয়নি। তাই বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে খেলতে নামছি। খুব মজা লাগছে, অনেক দিন পর এমন বৃষ্টি দেখলাম।
তবে অন্যদিকে এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকরা। স্থানীয় রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, বৃষ্টিতে রাস্তায় যাত্রী কমে গেছে, আয়ও বন্ধ প্রায়। তবে ছেলেমেয়েদের হাসি-খুশি মুখ দেখে মনে কিছুটা শান্তি আসে।
বৃষ্টির দুর্ভোগের পাশাপাশি প্রকৃতির এ স্নিগ্ধতায় হিলি যেন আজ ফিরে পেয়েছে এক অন্যরকম রূপ। যেখানে শিশুরা খুঁজে পেয়েছে আনন্দ, আর বড়রা পেয়েছেন প্রশান্তি।