পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নে সুবিধাভোগীর মাঝে ভি ডাবব্লিউ বি এর চাল বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ০২:৫০
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নে ভি ডাবব্লিউ বি এর  চাল বিতরণ ৩৪৭ জন  সুবিধাভেগী জন প্রতি তিন মাসের নব্বই কেজি  চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
 

৭ আক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে (ভিডব্লিউবি)”কর্মসূচির আওতায় সুষ্ঠুভাবে চাল বিতরনের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজাদুল ইসলাম।
 

এ সময়, ট্যাগ অফিসার আলমগীর হোসেন,ইউপি সচিব, ইউপি সদস্য সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷উল্লেখ্য,ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচির আওতায় সুবিধাভোগীরা চাল পেয়ে আনন্দিত, কারণ এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই কর্মসূচির অধীনে, সুবিধাভোগীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে চাল পেয়ে থাকেন, যা তাদের দারিদ্র্য দূর করতে এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

ছাদেকুল ইসলাম রুবেল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

শেয়ার করুন