পীরগঞ্জে শ্রমিকদল নেতা দলীয় ভোট বাড়াচ্ছে না কমাচ্ছেন অভিযোগ ত্যাগীদের

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ১১:৪৬
photo

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:-‎‎রংপুরের পীরগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি সাইফুল ইসলাম বিএনপি’র ভোট বাড়াচ্ছেন না কমাচ্ছেন বলে অভিযোগ প্রবীন নেতাদের।

জানা যায় পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের লাট মিঠিপুরের খাঁ পাড়ার ভুক্তভোগী আবুল খাঁ-এর পুত্র স্বাধীন  বলেন, গত ২ অক্টোবর খাঁ পাড়ায় গোলাপের চায়ের দোকানে জনসংযোগ কালে ধানের শীষে ভোট চাওয়ার সময় রাস্তা করার কথা বললে শ্রমিকদল সভাপতি সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়ে। 

 

এক পর্যায়ে তিনি আমাকে চড় থাপ্পড় এবং গলা চিপিয়ে ধরেন, স্থানীয়দের সহায়তায় তারা আমাকে প্রাণে বাঁচান এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

 স্বাধীনের বাবা প্রবীন বিএনপি সমর্থক আবুল খাঁ আক্ষেপ করে বলেন শ্রমিকদল সভাপতি তার পরনের লুঙ্গি উপরে তুলে দেখিয়ে বলে আমার বিরুদ্ধে তোরা কিছুই করতে পারবি না, ভোটের পর দেখা হবে তোদের সাথে।  
 

এ ব্যাপারে মিঠিপুর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আইয়ুব আলী খাঁন জানান মিঠিপুর ইউনিয়নের এ পাড়ার মানুষ দীর্ঘদিন থেকেই বিএপি’র রাজনীতির সাথে যুক্ত।

 

 এ এলাকার লোকজন বিএনপিকে সমার্থন করে স্বাধীন নিজেও বিএনপি কর্মী, তার উপর হাত তোলার পর আমি উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)সভাপতিকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহন না করায় দিন দিন আমাদের সমর্থকরা দলের প্রতি আস্থা হারাচ্ছে। সাইফুল বিএনপি’র ভোট বাড়াচ্ছেন না বরং কমাচ্ছেন। 

 

একই এলাকার আবুল কালাম আজাদ জানান, দলের মধ্যে উশৃংখল লোকদের কারনে আমাদের বিএনপি'র ভোট কমছে। এসব লোকদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া না হলে দলের জন্য ভাল খবর বয়ে আনা দুঃস্কর হবে। 
 

এ ব্যাপারে শ্রমিকদল সভাপতি সাইফুল ইসলামের ফোনে যোগযোগ করার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি।

মোঃ আকতারুজ্জামান রানা
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি

শেয়ার করুন