দিনাজপুরে র‌্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ১১:২৮
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-‘বাংলাদেশ আমার অহংকার’এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশের সর্বগ্রাসী মাদকবিরোধী কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযানে ১৯৫ বোতল ফেয়ারডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (৫ অক্টোবর) রোববার রাত ৯টা ৩০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দিনাজপুর সদর থানাধীন পশ্চিম বালুয়াডাঙ্গা কাঞ্চনব্রিজের পূর্ব পাশে অভিযান চালায়।

 

অভিযানকালে জনৈক মোঃ হযরত আলী (৪০) এর ইজিবাইকের গ্যারেজের সামনে পার্ক করা একটি ইজিবাইক তল্লাশি করে ড্রাইভিং সিটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১০৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
 

এসময় ইজিবাইকসহ মো  জাকির হোসেন (৪২), পিতা- মো. আবুল হাসেম, সাং- উত্তর বালুবাড়ী, থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।

 

পরে একই দিন রাত ১০টা ৩০ মিনিটে, র‌্যাবের আরেকটি দল পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে।
 

এসময় জনৈক মো. হাবিবুর রহমান (২৬), পিতা- মো. রুস্তম আলী, সাং- দক্ষিণ রামভদ্রপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট এর ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে জ্বালানি ট্যাংকের ভেতরে লুকানো ৮৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

দুই অভিযানে মোট ১৯৫ বোতল ফেয়ারডিল, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 

গ্রেফতারকৃত দুই আসামি এবং জব্দকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন