অফিস ডেস্ক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল জব্দের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে ৫দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ খাদ্য পরিদর্শক রাকিব হাসান বাদি হয়ে খাদ্যবান্ধবের ডিলার আদমদীঘির তালশন গ্রামের মৃত খতিজ উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তার সরকার (৬৫) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আব্দুস ছাত্তার সরকার ভোক্তাদের চাল না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে তার চাল বিক্রয় কেন্দ্র রেলস্টেশন এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে আদমদীঘি পশ্চিমবাজার মসজিদ সংলগ্ন টিনসেড গুদাম ঘরে মজুদ রেখেছেন।
এমন গোপন সংবাদের ভিক্তিতে গত ২৮ আগষ্ট বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা সুলতানার নেতৃত্বে ওই গুদাম ঘরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ডহরপুর গ্রামের আবু হাসানের ছেলে শাওন ওই গুদাম ঘরের তালা খুলে দিলে ঘরের ভিতর থেকে ১১৫ বস্তায় ৩.৪৫০ মেট্রিক টন চাল জব্দ করে উল্লেখিত গুদাম ঘর সিলগালা করা হয়।
এদিকে সরকারি খাদ্যবান্ধবের বিপুল পরিমান চাল অসৎ উদ্দেশ্যে মজুত করা এবং চাল জব্দ করার পরও কোন মামলা না করে খাদ্য বিভাগ নানা নাটকীয় ভুমিকা ও সময়ক্ষেপন করে অবশেষে ৫দিন পর এই মামলা দায়ের করেন। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রন খন্দকার আবুল বাশার জানান, দাপ্তরিক নানা কারনে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলা তদন্তভার উপ পরিদর্শক ফেরদৌস আলীকে দেয়া হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি