অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে ইসলামী ব্যাংকে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত। ব্যাংক লুটেরা ও মাফিয়া হিসেবে পরিচিত এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের ঢাকা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন, মিনারুল ইসলাম, কামরুজ্জামান, আশরাফুল ইসলাম ও মফিজুল ইসলাম।
এছাড়াও ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, এহসান কবির আজিম, নাজমুস সাকিব সোহেল ও শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের ৫ হাজার ৫০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে প্রায় ৪ হাজার ৫০০ জনই পটিয়া উপজেলার বাসিন্দা।
দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকের সেবা ও প্রশাসনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের নিয়োগকৃত অযোগ্য ও অদক্ষ কর্মকর্তাদের কারণে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পথে। এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারাদেশ থেকে মেধাভিত্তিক ও সৎ প্রার্থী নিয়োগ দিতে হবে।
তারা হুঁশিয়ারি দেন, এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।
বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সারাদেশ থেকে নতুন নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।