বগুড়া শহর জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:৫০
photo

এসএম সিরাজ বগুড়া:-বগুড়া পৌরসভার ৩ ও ৪নং জোনের দায়িত্বশীল সমাবেশ সোমবার সকালে দলীয় কার্যালয়ে অধ্যাপক আব্দুস সালাম, তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 

সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন  সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম। 

 

বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড আমীর ইলিয়াস মাখদুন, ৮নং ওয়ার্ড মাহবুবুর রহমান, ৯নং ওয়ার্ড আমীর রবিউল ইসলাম, ১০নং ওয়ার্ড আমীর তারেক মোস্তফা, ১১ নং ওয়ার্ড আমীর মোজাফর হোসেন, ১২ নং ওয়ার্ড আমীর মোস্তাফিজুর রহমান, ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি শরিফুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল হান্নান, ১১ নং ওয়ার্ডের সেক্রেটারি সাদ্দাম হোসেন, ১২ নং ওয়ার্ডের সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন, বিগত ৫৪ বছরে রাষ্ট্র কাঠামো জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের পরিবর্তে দমন-পীড়ন, দুর্নীতি ও শোষণের মাধ্যমে টিকে ছিল। ক্ষমতার পালাবদল হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি। ফলে জনগণ প্রকৃত অর্থে মুক্তি পায়নি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ন্যায়বিচার থাকবে, মানুষের বাকস্বাধীনতা থাকবে, ধর্মীয় অধিকার নিশ্চিত থাকবে এবং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তিনি আগামী নির্বাচনে জামাযাতের প্রার্থীদের ভোটে বিজয়ী করতে জনগণকে দাওয়াত আরো বেশী পৌছে দেওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন