অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের কাহারোল উপজেলায় সুব্রত রায় (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের শংকরপুর গ্রামে শ্বশুর শনু রায়ের বাড়ির পাশের একটি আমবাগান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত সুব্রত রায় কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের ছেলে।
নিহতের বড় ভাই তাপস চন্দ্র রায় জানান, আমার ছোট ভাই সুব্রত তার স্ত্রী বিউটি রানী ও একমাত্র মেয়েকে নিয়ে আমাদের বাড়িতেই থাকত। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে বিউটি রানী বাবার বাড়ি শংকরপুরে চলে যায়। আজ ভোরে সে সুব্রতকে ফোন করে ডেকে নেয়। পরে সকাল সাড়ে দশটার দিকে জানতে পারি, সুব্রতের গলাকাটা লাশ শনু রায়ের বাড়ির পাশের আমবাগানে পড়ে আছে।
নিহতের চাচাতো ভাই মনেস্বর রায় বলেন, গত এক বছর ধরে সুব্রত ও বিউটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। তারা প্রায় বিচ্ছেদের মুখে ছিল। সকালে বিউটি তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে খবর পাই, সুব্রতকে গলা কেটে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার গলা সম্পূর্ণ জবাই করা ছিল, যা আত্মহত্যা হতে পারে না
এ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, গলাকাটা অবস্থায় সুব্রত রায় নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি রানী, শ্বশুর শনু রায় ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।