সেনবাগে নোয়াখালী বিভাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৯:০০
photo

মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী সংবাদদাতা:-সেনবাগে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবীতে আজ ৫ অক্টোবর রবিবার সকালে সেনবাগ উপজেলা বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে থানার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধন ও সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের সেনবাগ উপজেলা শাখার সম্বন্বয়ক সাংবাদিক এম এ আউয়াল এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইয়াছিন আলী বাবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক- শিক্ষানুরাগী জনাব আব্দুল্লাহ আল মামুন।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী চ্যানেল এর পরিচালক মো: আবদুর রাশেদ, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক জনাব ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক জনাব মাষ্টার মনিরুল ইসলাম, সেনবাগ উপজেলা আইম্মা পরিষদ এর সভাপতি জনাব মাওলানা রহিম উল্যাহ বশিরী,সেনবাগ উপজেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান, সেনবাগ উপজেলা অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কমিটির সভাপতি জনাব আবদুল ওহাব সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ,ওলামায়ে-কেরাম,গণ্যমান্য, ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র- জনতা, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উক্ত মানববন্ধন ও সমাবেশ শেষে অতিথিবৃন্দ, অবিলম্বে দ্রুত নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শিরিন আক্তার এর নিকট স্মারক লিপি জমা প্রদান করেন।


 

শেয়ার করুন