অফিস ডেস্ক
মোঃ রবিউল হাসান;মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। বিএনপির এই রূপরেখার মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।’
শনিবার (৪ অক্টোবর) বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর হাজী আইজউদ্দিন উকিল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ৩১ দফা ও নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্নু আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু। তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, শিবচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না। জনগণের সাথে থেকেই আন্দোলনকে সফল করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইমামুল হোসেন নূর ইমন, শিবচর আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান মাদবর, শিবচর উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হুদা সেলিম খান, শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) প্রমুখ।