অফিস ডেস্ক
lনাজমুল হক নাহিদ,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর আত্রাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মনসুর রহমান। তিনি এর আগে জেলার মান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
সেখান থেকে বদলি হয়ে শুক্রবার বিকালে আত্রাই থানায় যোগদান করেন।
এদিকে সাবেক অফিসার ইনচার্জ আব্দুল মান্নানকে বদলি করা হয়েছে সিরাজগঞ্জ থানায়।
যোগদানকালে তিনি বলেন, আত্রাই থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করা।
পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে আত্রাই উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।