অফিস ডেস্ক
বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকায় জমি দখল, হয়রানি, জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার সকালে পুরাতন বগুড়া-দিনাজপুর সড়কের কুকরুল মরাকাটা বাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নাজমুল হক সোহেল নামে এক ভূমিদস্যু দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। অবিলম্বে ভূমিদস্যুর দখল ও হয়রানি বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এসময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, আব্দুল মান্নান, বেলাল হোসেন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আপেল মাহমুদ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।