হিলিতে কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা,আমদানি শুরু হলে কমতে পারে দাম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:০৪
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে।

 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধায় হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকায়, যা গতকাল বৃহস্পতিবার ছিল ২৫০ টাকা। হঠাৎ করে দামের এই উর্ধ্বগতিতে ভোক্তাদের মধ্যে চাপ দেখা দিয়েছে।

 

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে সরবরাহ কমে যায়। এতে পাইকারি বাজার থেকেই দাম বাড়তে শুরু করে। তবে তারা আশ্বস্ত করেছেন, আগামীকাল শনিবার (৪ অক্টোবর) থেকে ভারতীয় মরিচ আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে।

 

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, আমদানি বন্ধ থাকায় চাহিদা বেশি আর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আগামীকাল থেকেই আমদানি শুরু ভারতীয় কাঁচা মরিচ দেশে আসলেই দাম কমতে শুরু করবে। তখন দাম অন্তত ৫০ থেক ১০০ টাকা কমে আসবে বলে আশা করছি।

 

একই বাজারের খুচরা ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, গতকালও আমরা ২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজকে পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হয়েছে। ক্রেতারা একটু বিপাকে পড়েছেন, তবে আমদানি শুরু হলে তারা আবার স্বস্তি পাবেন।

 

এদিকে বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হঠাৎ করে দাম ওঠা-নামা করলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার কাঁচা মরিচের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গেলেও চিন্তা করতে হয়।

 

হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাময়িক হলেও ক্রেতাদের ওপর প্রভাব ফেলেছে। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা, আমদানি শুরু হলে খুব দ্রুতই কাঁচা মরিচের বাজার আবারও স্বাভাবিক হয়ে যাবে।

 

শেয়ার করুন