শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দির নিয়ে সাংবাদিকের সঙে বিতর্কের অবসান
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:১৩
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ও আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র বাবুর পূর্বের মামলার সংবাদ নতুন করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে উত্তেজনার অবসান।
গাইবান্ধার পলাশবাড়ীর ২নং হোসেনপুর ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালি মন্দিরের প্রতিষ্ঠাতা ২০২২ সালে একটি মামলায় জেল খাটলে সেটিকে বর্তমানে সামনে এনে হয়রানি করার প্রতিবাদে গেলো ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে উক্ত মন্দিরের প্রতিষ্ঠাতা বর্তমান আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র বাবু। তখন থেকেই হরিদাস বাবুর মামলার সংবাদ টি ছিলো টক অব দ্যা পলাশবাড়ী, সেই আলোচিত বিষয় টি হটাৎ করে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রতন ২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গা পূজার দশমীর দিনে হরিদাস বাবু পূর্বের সেই মামলার টেলিভিশন সংবাদের ফুটেজ ও অনলাইন সংবাদ মাধ্যমেে নিউজ লিংক গুলো সোস্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করলে তাৎক্ষণিক তা এলাকায় ভাইরাল হয়ে যায় এবং এখানেই বাঁধে বিপত্তি, পোস্ট কারি সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও হরিদাস চন্দ্র বাবু ফেসবুকেই একে অপরকে নানাবিধ কথাবার্তা (কাদা ছোড়াছুড়ি) করেন কমেন্টেস এর মাধ্যমে যাতে করে হিন্দু সম্প্রদায়, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ও স্হানীয় জনসাধারণ বিব্রতবোধ করলে, এক পর্যায়ে হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিএনপির নেতারা মিলে উভয় কে থানায় এনে ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি ভুট্টোর নেতৃত্বে দুজনকে বুঝিয়ে সমঝোতা করিয়ে দেয়া হয়। যাতে করে স্থানীয় ভাবে কোনভাবেই আইন শৃঙ্খলা বিগ্ন না ঘটে সেই সঙ্গে যেন ধর্মীয় সম্প্রীতি ঠিক থাকে।