ফুলবাড়ি ইউনিয়ন তৃণমূল দলের ৩৩সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:৪৮
photo

প্রেস রিলিজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবাববাড়ি রোডস্থ জেলা কার্যালয়ে ইউনিয়ন কমিটির সভাপতি নবীর ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সোহাগ এর হাতে কমিটির কাগজ হস্তান্তর করেন উপজেলা সভাপতি মোজাহর আলী ও সাধারন সম্পাদক আশিকুর রহমান।

 

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিঃ সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি সবুজ মিয়া, খাতের মোল্লা, সহঃ সাঃ সম্পাদক নয়া মিয়া আসাবালি ইসলাম, রাজ্জাক ইসলাম, সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া, সহ-সাংগঠনিক নাজু ইসলাম, পিন্টু আকন্দ, মিস্টার আলী মন্ডল, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল ইসলাম, ধর্মীয় সম্পাদক এনামুল হক, ক্রীড়া সম্পাদক গোল্লা ইসলাম, সহ ক্রীড়া মোঃনীরব, কৃষি বিষয়ক কালাম, ত্রাণ ও দুর্যোগ মিল্লাত, সমাজকল্যাণ সাবু মিয়া, অর্থ বিষয়ক মোনারুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য  উকিল, সাহারুর ইসলাম, রাশেদুল ইসলাম, গিয়েস আকন্দ, মোত্তালিফ হোসেন, মতিন মিয়া, রকি, জিয়াউল মন্ডল, মিস্টার সাকিদার, খোকন আকন্দ, শহিদুল ইসলাম এবং বিটুল মিয়া প্রমুখ।


 


বার্তা প্রেরকঃআব্দুল বারী,সভাপতি,বগুড়া জেলা।

শেয়ার করুন