অফিস ডেস্ক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগদান করেছেন পলাশবাড়ী উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও জনপ্রিয় ইউপি সদস্য আব্দুল বারী ।
বৃহস্পতিবার ২ অক্টোবর বিকেল ৪ টায় পলাশবাড়ী উপজেলা জামায়াতের ৮ নং মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনী ও সুধী সমাবেশে দুই শতাধিক অনুসারী নিয়ে মিছিল সহকারে তিনি জামায়াতে যোগদান করেন। যোগদান পূর্বে তিনি উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এই সময় তিনি জানান, ২৪ এর ৫ আগস্ট জামায়াতের বিভিন্ন প্রকার ইতিবাচক কর্মকান্ড দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। আমৃত্যু যেন তিনি জামায়াতে যুক্ত থেকে দ্বীন কায়েমে ভূমিকা রাখতে পারেন সেই দোয়া কামনা করেন।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, ওলামা মাশায়েখ সভাপতি আব্দুল মজিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন মিয়া ও সেক্রেটারি সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম।
সমাবেশটিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আসাদ আলী এবং পরিচালনা করেন সেক্রেটারী মতিউর রহমান।