সুলভমূল্যে ওষুধ প্রাপ্তির আস্থার নতুন ঠিকানা মঞ্জু ফার্মা এণ্ড সার্জিক্যালস

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:২২
photo

 
 
 পশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সুলভমূল্যে দেশী-বিদেশী ওষুধ প্রাপ্তির আস্থার নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মঞ্জু ফার্মা এণ্ড সার্জিক্যালস্। 
 
পৌরশহরের চারমাথা মোড়ে মহিলা কলেজের সামনে দাউদ প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরকার। তিনি ছাত্রজীবন থেকে ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত। 
 
মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাশবাড়ী ওষুধ ব্যবসার পথিকৃত শাহাদত হোসেন আনজুর ছোট ভাই। পারিবারিক ভাবে ওষুধ ব্যবসায় জড়িত পরিবারটি যুগ-যুগ ধরে পলাশবাড়ীতে সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছে।
 
ব্যবসায়ীক সুনামের কারণে তাদের প্রতিটি দোকানে সবসময় ক্রেতাদের ভীড় লেগেই থাকে।

শেয়ার করুন