ভারত থেকে বেড়াতে এসে লাশ হলেন গোলাপ সরকার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:০০
photo

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:- ভারত থেকে গোলাপ সরকার (৫৬) তার ভাই আদমদীঘি সদরের মকবুল সরকারের বাসায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত গোলাপ সরকার ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বাহিচা গ্রামের মৃত পিয়াস সরকারের ছেলে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 
 

জানা যায়, আদমদীঘি সদরের মকবুল সরকারের বাসায় গত রোববার (২৮ সেপ্টেম্বর) তার ছোট ভাই ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরে পতিরামের গোলাপ সরকার বেড়াতে আসেন।

 

গত বুধবার (১ অক্টোবর) সকালে মকবুল সরকার, তার স্ত্রী জরিনা বেগম, ছেলে পারভেজ সরকার, পুত্রবধূ নাজিয়া ও ভারত থেকে আসা ছোট ভাই গোলাপ সরকার একটি সিএনজি যোগে নওগাঁতে আত্মীয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে ওই সিএনজি যোগেই তারা আদমদীঘি বাসায় ফেরার পথে সন্ধ্যা ৭টায় বগুড়া-নওগাঁ বাইপাস সড়কের বোয়ালিয়া মোড় নামক স্থানে সিএনজি ও বিপরীত মুখি পিকআপ গাড়ী সংর্ঘষের ঘটনা ঘটে।

 

এসময় সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৬জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে ভারতবাসি গোলাপ সরকারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।গোলাপের অপর ভাই সাজ্জাদ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 

শেয়ার করুন