অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা জুড়ে এখন অন্যরকম এক আবহ বিরাজ করছে।রাত নামতেই ওপারের ভারতের পূজামণ্ডপ থেকে প্রতিমার ঝলমলে আলোকসজ্জা ছড়িয়ে পড়ছে বাংলাদেশ অংশেও।এ আলোর ঝলকানি শুধু সীমান্তবাসীকেই নয়, দূর থেকে আসা পথচারীদেরও মুগ্ধ করছে।
চলতি সময় দুর্গাপূজা উপলক্ষে ভারতের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে চলছে ব্যাপক আলোকসজ্জা। সেই আলো সীমান্ত পেরিয়ে হিলি জিরো পয়েন্ট এলাকার ছড়িয়ে পড়ছে। ফলে রাতের অন্ধকারে সীমান্ত এলাকা যেন এক অপূর্ব রূপে সেজে উঠেছে। দূর থেকে প্রতিমার আলোর প্রতিফলন দেখা যায় আকাশজুড়ে, যা সীমান্ত এলাকায় তৈরি করছে ভিন্নরকম সৌন্দর্যের পরিবেশ।
স্থানীয়রা জানান, প্রতিবছর দুর্গাপূজার সময় এ দৃশ্য তাদের কাছে উৎসবের বাড়তি আনন্দ নিয়ে আসে। ওপার থেকে ভেসে আসা আলোর ঝলকানি যেন সীমান্তের দুই দেশের মানুষকেই এক সূতোয় গেঁথে ফেলে।হিলির অনেক বাসিন্দা রাতে সীমান্তে এসে দাঁড়িয়ে উপভোগ করেন এ মনোমুগ্ধকর দৃশ্য।
একজন স্থানীয় বাসিন্দা রমেন বসাক বলেন, আমরা বাংলাদেশে থেকেও ভারতের পূজামণ্ডপের আলো দেখতে পাই। বিশেষ করে রাতে সীমান্তের এই আলোকচ্ছটা আমাদের চোখে ভিন্ন সৌন্দর্য এনে দেয়। মনে হয়, পুরো এলাকা একসাথে উৎসব করছে।
এছাড়া পূজাকে ঘিরে হিলি সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেই নিরাপত্তার মধ্যেই সীমান্তের ওপার থেকে আসা আলোর ঝলমলানিতে উৎসবের আমেজ উপভোগ করছে সাধারণ মানুষ।
ফলে দুর্গাপূজা শুধু ওপারেই সীমাবদ্ধ থাকেনি, বরং আলোর এ রঙিন ছটায় হিলি সীমান্তও এখন উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।