সুপ্রিম কোর্টের আদেশে মুরইল ইউনিয়ন পরিষদে বৈধ চেয়ারম্যান শিহাব শেখ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:১৩
photo

এস এম দৌলত জেলা প্রতিনিধ বগুড়া:-বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়ন পরিষদের দায়িত্ব বণ্টন নিয়ে আইনি জটিলতা তৈরি হলেও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাম্প্রতিক আদেশে পরিষ্কার হয়েছে চেয়ারম্যান প্যানেল-২ শিহাব শেখের বৈধতা।

 

গত ২৫ মে ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ৫৬৬৯/২০২৫ এ একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। ওই আদেশের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মাসুদ আলী বেগ এর স্বাক্ষরে জেলা প্রশাসকের মাধ্যমে মুরইল ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়।

 

তবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ২১ আগস্ট ২০২৫ তারিখে আপিল নং ২৮৫৯/২০২৫ এর আদেশে উল্লেখ করেন—

 

> “হাইকোর্ট বিভাগের ২৫.০৫.২০২৫ তারিখের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”

 

অর্থাৎ হাইকোর্টের আদেশ কার্যকর নয়, আর সেইসাথে উক্ত আদেশের আলোকে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা চিঠিও আইনি ভিত্তি হারিয়েছে। ফলে বর্তমানে মুরইল ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-২ মোঃ শিহাব শেখ-ই বৈধভাবে ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

 

এদিকে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনকে দ্রুত সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, বৈধ জনপ্রতিনিধিকে দায়িত্ব পালনের সুযোগ দিলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে।

 

এছাড়া বর্তমানে ইউনিয়ন পরিষদের ব্যক্তিগত পাসওয়ার্ড বন্ধ করে দেওয়ায় সরকারি অনলাইন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। তারা দ্রুত পাসওয়ার্ড খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ইউনিয়নবাসী স্বাভাবিক সেবা থেকে বঞ্চিত না হয়।
 

শেয়ার করুন