অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসক, এবং দিনাজপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। বিএনপি তৃণমূল পর্যায়ে মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হয় এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আর সরকার গঠন করলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য সুবিধাভোগীদের ভাতার সংখ্যা বৃদ্ধি করা হবে। সমাজের অসহায়, ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে।
ডাঃ জাহিদ হোসেন আরো বলেন, বিএনপি ইতোমধ্যেই দেশের জনগণের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণকে বুঝাতে হবে। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ বদলে যাবে। এজন্য বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, কোন অপশক্তিই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আটকাতে পারবে না। নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে যারা, তারা হলো অপশক্তি ও ফ্যাসিবাদের দোসর। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে।
বিরামপুর উপজেলা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সহ-সভাপতি নাজমা মসির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ জেলা ও উপজেলা মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা একযোগে বলেন, বিএনপি জনগণের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তাই এখন থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে।