মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ইন্দুরকানীতে প্রস্তুতিমূলক সভা

কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিনারা খাতুনের বিরুদ্ধে
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:৩৯
photo

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুর ইন্দুরকানীতে প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী। 
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিলন তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক মনিরুজ্জামান খান, মৎস্যজীবী দলের সভাপতি মামুন কাজী প্রমুখ।
 

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ মৎস্যজীবী, ও জেলেরা উপস্থিত ছিলেন। আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

মোঃমামুন হাওলাদার শিমুল 

শেয়ার করুন