পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- পলাশবাড়ীর ৭ নং পবনাপুর ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মালেক বাবু, শাহা আলম, উজ্জলসহ কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে।এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের জন সাধারন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ সময় হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ পুলিশ সদস্যরা তালা খুলে দেওয়ার কথা বললেও তালা খোলা হয়নি।
অভিযোগ সুত্রে জানা গেছে,ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫০ কেজির ৩০৬ বস্তা ১৫.৩০০ মেট্রিকটন ভিডব্লিউবি কার্ডের চাউল আছে। যার মধ্যে ৫০ মেট্রিকটন চাউল কয়েকজন ইউপি সদস্য উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার পাঁয়তারা করে।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, কয়েকজন ইউপি সদস্য আমার কাছে সরকারী ভিডব্লিউবি চাল বিতরন বিষয়ে চাঁদা দাবী করে। আমি রাজী না হওয়ায় তারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে রোববার সকালে তারা বেশকিছু লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহ পরিষদে আসে আমাকে না পেয়ে পরিষদের হিসাব সহকারী নাজমুল হাসানকে হুমকি দেয় ও পরিষদ ভবন প্রবেশের মেইন গেটে তালা ঝুঁলিয়ে দেয় এবং নাজমুল হাসানের কাছ থেকে পরিষদ ভবন কমপ্লেক্স এর সকল চাবি ছিনিয়ে নেয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, আমি বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।