আওয়ামীলীগের চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৫:২৭
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) কাওছার রহমানকে নিয়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। চেয়ারম্যান পদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করায় ইউনিয়নবাসী বিক্ষোভে ফুপে উঠে। কাওছার রহমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে শতশত মানুষ মিছিল করে ও সরাসরি প্রতিবাদ জানিয়েছেন।

 

বিক্ষোভে অংশ নেওয়া ইউনিয়নবাসীরা বলেন, তারা কাওছারকে কখনোই বৈধ চেয়ারম্যান হিসেবে মানতে পারবেন না, কেননা তাদের দাবি, তিনি কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন শান্তিপূর্ণভাবে পরিষদে বসার চেষ্টা করছেন।

 

ইউনিয়নবাসী জহুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। এই দলের সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও একজন অবৈধ চেয়ারম্যান। সে কারচুপি করে নির্বাচিত হয়েছে। আমরা তাকে কখনোই চেয়ার গ্রহণ করতে দিবো না। দীর্ঘদিন পলাতক থাকার পর পরিষদে বসার এই পায়তারা আমরা মেনে নেব না। এজন্যই আজকের আমাদের আন্দোলন।

 

ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, তৎকালীন সময়ে কাওছার অনেক নিরিহ মানুষকে অত্যাচার করেছে। সে ভুমিদস্যু, মানুষকে হয়রানি করে টাকা আদায় করত, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আমরা তাকে কোনোভাবে ক্ষমতায় বসতে দেবো না। 

 

বর্তমান সরকারের নিকট আমাদের দাবি তাকে কঠোর শাস্তির আওতায় আনা।

ইউনিয়নের শালখুরিয়া গ্রামের শাকিল হোসেন বলেন, এই কাওছার রহমান বিগত ৫ আগস্ট হাকিমপুরে দুইটি হত্যা মামলার আসামি, সে জেলও খেটেছে। আমরা প্রচণ্ড কষ্ট ও ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে এমন একজন নির্যাতনকারী চেয়ারম্যানকে চেয়ারে বসতে দেব না। আজ আমরা ইউনিয়নবাসী তার বিরুদ্ধে একাত্ম ঘোষণা করছি।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন