মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৩৬
photo


 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:- দিনাজপুরের ফুলবাড়ীতে মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন, মাহাবুর রহমান (৪০), ইস্তিয়াক সরকার (৪০), রায়হান সরকার রতন (৪৬), রাশেদুজ্জামান ডালিম (৪০) ও আব্দুর হামেদ (৫২)।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধানক্ষেতের ডোবা থেকে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজের (৩০) মস্তকবিহীন দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের মাথা এখনো উদ্ধার সম্ভব হয়নি।

 

নিহত সবুজ উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের পক্ষ থেকে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়।

 

পরে নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করে।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহের মস্তক উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন