অফিস ডেস্ক
ইয়ামিন হোসেন;- বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলার সভাপতি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র রাজনৈতিক সচিব মানোষ ঘোষ শান্ত কে রিছিভ করতে ইলিশা লঞ্চঘাটে নেতাকর্মীদের ঢল নেমেছে৷
আজ ২৭শে সেপ্টেম্বর দুপুরে লঞ্চযোগে পূজা উদযাপনে ভোলায় আসলে তাকে রিছিভ করতে ইলিশা ঘাটে ছাত্র সমাজের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়ে রিছিভ করেন৷
এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে হোন্ডা শোডাউন দিয়ে তাকে নিয়ে আসেন নেতাকর্মীরা৷ জেলা ছাত্র সমাজের সিনিয়র এক নেতা জানান, শান্ত ঘোষ রাজনীতির পাশাপাশি তিনি পূজা উদযাপন কমিটির সদর উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুজা উপলক্ষে তিনি ভোলায় এসেছেন। তাই আমরা নেতাকর্মীরা তাকে রিছিভ করেছি।
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ'র হাতকে শক্তিশালী করতে দিনরাত কাজ করে যাচ্ছেন শান্ত ঘোষ এমনটাও জানান সে নেতা৷মানোষ ঘোষ শান্ত বলেন, আমি আমার রাজনৈতিক সহযোদ্ধাদের আন্তরিকতায় ধন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র হাত কে শক্তিশালী করতে আমরা এ ভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।