অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌর ভূমি সহকারী তহশিলদার জিল্লুর রহমানের বিরুদ্ধে ভুয়া ম্যাজিস্ট্রেট সাজিয়ে ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।করাতকল ব্যবসায়ী জসিম উদ্দিন ও গোলাপ হোসেন এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত আগস্ট মাসে সহকারী তহশিলদার জিল্লুর রহমান ফোন করে জানান যে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের সাথে কথা বলবেন। কিছুক্ষণের মধ্যে ০১৯৪৮৭১০১৭৮ নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বলেন, যৌথবাহিনী নিয়ে তাদের করাতকলে অভিযান চালানো হবে। মামলা হলে ১০ বছরের জেল ও জরিমানা হতে পারে। তবে যদি তারা ৫৫ হাজার টাকা দেন, তাহলে রক্ষা পাবেন।
ভয়ে পড়ে ব্যবসায়ীরা তার দেওয়া ০১৬২৪৯৮২০৬১ বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দেন। পরে সেই নাম্বারে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ না পেয়ে তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।
অভিযোগকারীরা মনে করছেন, সহকারী তহশিলদার জিল্লুর রহমানের যোগসাজশেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি লিখিতভাবে ইউএনওর নিকট জানালে তিনি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অভিযোগ বিষয়ে সহকারী তহশিলদার জিল্লুর রহমান বলেন, আমাকে একজন ম্যাজিস্ট্রেট পরিচয়ে ফোন দিয়ে করাতকল ব্যবসায়ীদের নাম্বার চেয়েছিলেন। আমি সরল বিশ্বাসে নাম্বারগুলো দিয়েছি এবং ব্যবসায়ীদেরও জানিয়েছি।এটা আমার ভুল হয়েছে।
হাকিমপুর (হিলি) ভূমি সহকারী কমিশনার মোঃ সাব্বির হোসেন জানান, তার নিকট অভিযোগ আসেনি। তবে ইউএনওর কাছে অভিযোগ হয়েছে এবং থানা বিষয়টি দেখছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সহকারী তহশিলদার সরল মনে বিষয়টি করেছে বলে জানা গেছে।