ইসলামী শাসন ছাড়া বাংলাদেশে শান্তির সম্ভাবনা নেই গণসংযোগে- ওবায়েদ বিন মোস্তফা
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২৫ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৪৪
ইয়ামিন হোসেন,ভোলা:-স্বাধীনতার পর এ দেশে যত সরকার এসেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্যই কাজ করেছে। দেশ ও জাতির জন্য কোন সরকারই কাজ করেনি। যদি কাজই করতো ১৭ বছর শাসনের পর এক সাথে সরকার প্রধান, সব এমপি, সব চেয়ারম্যানরা পালিয়ে যেত না।
দেশ ও জনগণের জন্য তারা যে কাজ করেনি এটাই উদাহরণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ওবায়েদ বিন মোস্তফা।
২৫শে সেপ্টেম্বর রাজাপুর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যতে তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামী শাসনের বিকল্প নেই।
তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে ইসলামী শাসন কায়েমের সুযোগ দিন।
ওবায়েদ বিন মোস্তফা বলেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের ভোটে বিজয়ী হলে কোন টেন্ডার বাজি হবে, চাঁদাবাজি হবে না, আপনাদের নায্য অধিকারের জন্য পরিষদ বা উপজেলায় উপজেলায় ঘুরতে হবে না। আপনাদের পাওনা আপনাদের ঘরে পৌঁছে দিব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আপনারা এ পর্যন্ত অসংখ্য মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার দেখেছেন এবার ইসলামী আন্দোলন কে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনারাই আবার ডেকে এনে জনপ্রতিনিধির চেয়ারে বসাবেন ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা উত্তর ইসলামী আন্দোলন এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, রাজাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইমাম হোসেন, মাওলানা আলী আজগরপ্রমুখ।