জামালপুর শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩৬
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-

আগুনের ভয়াবহ দূর্ঘটনার  হাত থেকে রক্ষার কৌশল ও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় নিজেকে সক্ষম করে গড়ে তোলার লক্ষে বুধবার ২৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ।
 

জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় জামালপুর পৌরসভায় রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে সকাল ১১টায় মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম।
 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
 

মহড়া অনুষ্ঠানের আগে আগুন নিভানোর কৌশলসহ অন্যান্য দুর্যোগের হাত থেকে রক্ষায় শ্রেণী ক্যাপ্টেনসহ ৪০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। এরপর আগুন নিভানোর আধুনিক কৌশল সম্পর্কে তাদের ধারণা দেয়া হয়। বিদ্যালয়ের পাঁচ শতাধীক ছাত্র, ছাত্রী ও শিক্ষকরা এ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন। 

 

উল্লেখ অগ্নিকান্ডসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মহড়া আয়োজন করা হয়।
 

উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে জামালপুরে শিশু সুরক্ষা ও স্পন্সরশিপ, জীবীকায়ন এবং স্বাস্থ্য, পুষ্টি, ওয়াসসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কার্যক্রম পরিচালনা করছে   বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়।

শেয়ার করুন