ভিক্ষার টাকায় সন্তানদের উচ্চ শিক্ষিত করার স্বপ্ন দেখছে ভোলার দৃষ্টিপ্রতিবন্ধী ইব্রাহিম

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:২৭
photo

ইয়ামিন হোসেন:-বিলাসবহুল গাড়ী আর বাড়ী দিয়ে যেখানে সখের নারীকে আগলে রাখতে ব্যর্থ হয় পুরুষ সেই যুগে বাড়ী-গাড়ী হীন অন্ধ স্বামী ইব্রাহিম কে ভালবেসে দৃষ্টান্ত তৈরি করেছেন বিউটি বেগম নামের এক নারী। 
 
ভোলা সদর উপজেলার রাজাপুর ৬নং ওয়ার্ডে বাস করেন দৃষ্টিপ্রতিবন্ধী ইব্রাহিম ও বিউটি দম্পতি। 
 
 
১৮ই সেপ্টেম্বর দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় দেখা যায় একজন নারী বয়স্ক একজন পুরুষ কে ধরে ধরে দোকানে দোকানে টাকা তুলছেন।  
 
কিছুক্ষণ পর দেখা যায় ওই নারী পুরুষ ব্যক্তি কে এক দোকানের সামনে বসিয়ে টাকা তুলতে গেছেন। 
 
 
এ দৃশ্য দেখে প্রতিবেদক কথা বলেন নারীর সাথে,  জানা যায় আজ থেকে দেড়যুগ পূর্বে তাদের বিয়ে হয়, বিয়ের সময় স্বামী কিছুটা চোখে দেখলেও পরবর্তীতে সম্পন্ন দৃষ্টি হারান স্বামী ইব্রাহিম। 
 
চোখ হারালেও স্বামীকে ছেড়ে যাননি বিউটি।  ভালবাসায় আগলে রেখে অভাবের সংসারে ভিক্ষাবৃত্তি বেচে নেন বিউটি। 
 
 
ইব্রাহিম ও বিউটি দম্পতির ঘরে রয়েছে দুই ছেলে হাসনাইন, আলামিন ও সাজেনুর নামের এক কন্যা। 
 
স্বামীর হাত ধরে সকাল হলেই বের হয়ে যান বিউটি আর সন্তানদের মাদ্রাসায় দিয়েছেন লেখাপড়ায়। 
 
পরকীয়া, বিলাসিতা আর আধুনিকতার যুগে বিউটি-ইব্রাহীম দম্পতির ভালবাসা যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত করেছেন বলে জানান অনেকে।

শেয়ার করুন