অফিস ডেস্ক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ -বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বাদ জোহর স্থানীয় হারুন সুপার মার্কেট মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক আব্দুল মতিন মোহাম্মদ এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনমত গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিশদ আলোচনা করেন।
আগামী দিনের রাজনৈতিক পরিসরে গণমাধ্যমের নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ ভূমিকা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
সভায় পলাশবাড়ীর বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকটি একদিকে ছিল অভিজ্ঞতা বিনিময়, অন্যদিকে ছিল আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।