ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৫২
photo

আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলো ঢাকাস্থ রাশিয়ান হাউস।নানা আয়োজনের মাঝে অনুষ্ঠানে দুটি প্রদর্শনী উপস্থাপিত হয়:স্মারক প্রদর্শনী সত্যের জন্য নিহতরা এবং যুদ্ধ সংবাদদাতা আন্দ্রেই স্টেনিনের আলোকচিত্র প্রদর্শনী।
 

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অংশ ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ ঘোষণা।এসময় অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে রাশিয়ান হাউসের প্রতিনিধিরা রাশিয়ান সরকারের বৃত্তি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

 

অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে “বেসলান ২০০৪–২০২৪” এবং “রাশিয়াভীতি: ঘৃণার ইতিহাস” দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠানে বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষা মহল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন